পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১৮ দিন পর বাচ্চু মোল্লা (২৮) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার জানখালী গ্রামের খালের মোহনায় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাচ্চু মোল্লা উপজেলার ছোটমাছুয়া গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে।
জানাগেছে, গত ৪ ফেব্রুয়ারি রাতে একটি মাছ ধরার ট্রলারে ১০ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বঙ্গোপসাগরের অফিসকিল্লা এলাকায় অবস্থানের সময় আকস্মিক ঘূর্ণিঝড়ে ট্রলারটি উল্টে যায়। ঝড় থামার পর অন্য ট্রলার এসে সাত জেলেকে উদ্ধার করে এবং জেলে ইসমাইল, আলমগীর ও বাচ্চু মোল্লা নিখোঁজ হন। পরে ইসমাইল ও আলমগীরের লাশ সাগর থেকে উদ্ধার করা গেলেও বাচ্চু মোল্লা নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে জানখালী খালের মোহনায় ট্রলারটি পরিষ্কার করার সময় বাচ্চু মোল্লার অর্ধগলিত লাশ পাওয়া যায়। বাচ্চুর পরনের সোয়েটার দেখে লাশটি শনাক্ত করেন স্বজনেরা।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বলেন, ট্রলারডুবিতে মারা যাওয়া বাচ্চু মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।