পিরোজপুর

মঠবাড়িয়ায় দুই মাদক বিক্রেতা আটক

By admin

May 28, 2021

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪০ পিস ইয়াবা ও ১শ গ্রাম গাজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ।

 

বৃহস্পতিবার রাত নয়টার দিকেমঠবাড়িয়া পৌর শহরে মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের পিছনে কাদের মাওলানার বাড়ির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

 

আটককৃতরা হল উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের নূরুল আমীনের ছেলে শাহীন রেজা (৪২) ও একই গ্রামের মৃত করিম তহশিলদারের ছেলে ছগিরুল ইসলাম (৪৫)।

 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তেতে ডিবি পুলিশের উপ পরিদর্শক দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্বে ঐ পৌর শহরে মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের পিছনে কাদের মাওলানার বাড়ির সামনে অভিযান চালানো হয় ।

 

এসময় ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।