পিরোজপুর

মঠবাড়িয়ায় জনতার হাতে দুই মাদকসেবী আটক

By admin

July 06, 2021

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় জনতার হাতে আটককৃত রাসেল (২২) ও সবুজ (২১) নামে দুই মাদকসেবীকে পুলিশের হাতে সোপর্দ করেলে এলাকাবাসি। আটককৃত রাসেল উপজেলার তুষখালী বাষ্ট্যান্ড এলাকার সেকান্দার মিয়ার ছেলে। সে পেশায় মাহিদ্র চালক। সবুল একই এলাকার আমির হোসেনের ছেলে।

 

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রাসেল ও সবুজ তুষখালী বাষ্ট্যান্ড এলাকায় পায়চারী করতে থাকে। এসময় তাদের গতিবিধি সন্ধেহ হলে স্থানীয় সমাজ সেবক শামীম হাওলাদার তাদের পায়চারীর বিষয় জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনতা রাসেল ও সবুজকে ধাওয়া করে ধরে ফেলে।

 

এসময় তারা গাঁজা সেবনের স্থান খুঝতেছিলো বলে জনতার কাছে স্বীকার করে। পরে তাদেরকে মঠবাড়িয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, রাসেল ও সবুজের কাছ থেকে ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।