ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামী কামাল (৩৫) কে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কামাল উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে।
জানা যায়, স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেনীর ওই ছাত্রী (১৭) প্রতিদিন প্রাইভেট পড়তে আসা-যাওয়ার পথে বখাটে কামাল, নাসির, সোহরাফ, মন্টু, রুহুল আমিন ও ইসমাইল দলবেধে কু-প্রস্তাব দিয়ে আসছিল। ওই ছাত্রী গত ২ নভেম্বর বিকেলে বাড়ির পাশে পানের বরজে পান তুলতে গেলে ওঁৎ পেতে থাকা বখাটেরা তাকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ওই ছাত্রীর ডাক চিৎকারে তার মা ছুটে আসলে বখাটেরা ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ৩ নভেম্বর কামাল সহ ৬ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই বাসার জানান, গ্রেপ্তারকৃত কামালকে আদালতে শনিবার সোর্পাদ করা হয়েছে। অন্য পলাতক আসামীদের গ্রেপ্তারের চেস্টা চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক