ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে ঘুষ দেয়ার চেস্টার অভিযোগে আতিকুর রহমান (৩৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
পুলিশ মঙ্গলবার সন্ধায় ওই ঘুষের টাকাসহ আতিকুর রহমানকে গ্রেপ্তার করে। সে উপজেলার বড়শৌলা গ্রামের আব্দুর মালেক মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আতিকুর রহমান নিজেকে নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময় মঠবাড়িয়া ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তাকে অবৈধ তৎবির করতে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। জনৈক জহিরুল ইসলামকে সরকারি একসনা বন্দবস্ত দেয়া ১০ বর্গ মিটার জমি নিজ নামে লীজ নেয়ার জন্য মঙ্গলবার সন্ধায় আতিকুর রহমান এসিল্যান্ড সাখাওয়াত জামিল সৈকতকে তার কার্যলয়ে ঘুষ গ্রহনের জন্য চাপ দেয়। এসময় এসিল্যান্ড এর সাথে ত্বর্কের এক পর্যায় অন্যান্য কর্মকর্তারা ছুটে এলে তাদের ধাক্কা দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ঘুষের টাকাসহ আতিকুর রহমানকে আটক করে।
এঘটনায় ভূমি অফিসের সার্ভেয়ার আতিক উল্যাহ বাদি হয়ে সরকারি কাজে বাঁধা ও ঘুষ গ্রহণে চাপ প্রয়োগের অভিযোগ এনে আতিকুর রহমান এর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মঙ্গলবার রাতেই একটি মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আতিকুর রহমানকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক