পিরোজপুর

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

By admin

November 01, 2021

 

পিরোজপুরে মঠবাড়িয়ায় ১৩ পিস ইয়াবাসহ ইয়াসিন হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। রোববার রাতে উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইয়াসিন হোসেন দাউদখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।

 

থানা সূত্রে জানা গেছে, চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বেচা-কেনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পুলিশ ক্রেতা সেজে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন হোসেন কে আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ১৩ পিস ইয়াবা উদ্ধার করে।

 

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, অভিনব পদ্দতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াসিন হোসেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।