ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০ পিস ইয়াবাসহ সিদ্দিক সরদার (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানা পুলিশের কুইক রেসপন্স টিম গোপন সংবাদের ভিত্তিতে এসআই জেন্নাতের নেতৃত্বে উপজেলার ২ নম্বর ধানিসাফা ইউনিয়নের আলগি পাতাকাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিদ্দিক পশ্চিম পাতাকাটা এলাকার মৃত. আকাব্বর সরদারের ছেলে।
এসআই জেন্নাতের জনান, মাদক কারবারি স্থানীয় আলগী বাজারে চায়ের দোকানের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, পুলিশ বাদী হয়ে সিদ্দিক সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক