ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধান ক্ষেতে ইদুর মারা পাতানো বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে মিনারা বেগম (৩৫) নামে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। থানা পুলিশ শুক্রবার নিহত মিনারার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে পিরোজপুরে মর্গে প্রেরণ করেছেন। মিনারা বেগম উপজেলার আঙ্গুলকাটা গ্রামের রহেন উদ্দিন হাওলাদারের মেয়ে।
এ ঘটনায় ওই এলাকার জাফর হাওলাদার (৪৪) ও ফারুক হোসেন (৬২) নামে দু‘জনকে গ্রেপ্তার করা হয়। জাফর হাওলাদার ওই গ্রামের মৃত. মোহামাদ হাওলাদারের ছেলে ও ফারুক হোসেন ইউসুব হাওলাদারের ছেলে। নিহতের ভাই আঃ কুদ্দুস হাওলাদার বাদি হয়ে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
কুদ্দুস হাওলাদার জানান, মিনারা জন্মের পর থেকে বাক প্রতিবন্ধী ছিল। প্রতিবন্ধী হওয়ার কারণে মিনারাকে দুই বার বিয়ে দেয়া সত্বেও সংসার করতে পারেনি। বৃহস্পতিবার বিকেলে অপর বোন সাহেদার ছাগল নিখোঁজ হলে মিনারা ধান ক্ষেতে খোঁজ করতে যায়। কিন্তু প্রতিবেশী জাফর হাওলাদার ও ফারুক হোসেন ধানক্ষেতে ইদুর মারার জন্য বিদ্যুতের লাইনে বিছিয়ে দেয়। ওই তারে স্পৃষ্ট হয়ে মিনারা বেগম মরে ধান ক্ষেতে পরে থাকে। এদিকে তাকে অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে জাফর হাওলাদার তার ধান ক্ষেতে মিনারা বেগমের মৃত দেহ পরে থাকতে দেখে। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, নিহতের ভাই শুক্রবার রাতে থানায় মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে ও নিহতের লাশ সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক