পিরোজপুর

মঠবাড়িয়ায় অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার যুবক আটক

By admin

October 20, 2021

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় অপহৃত ৬ষ্ঠ শ্রেণীত পড়ুয়া এক স্কুল ছাত্রী (১২) কে উদ্ধার ও সানজিম আলম সাগর (২০) নামে যুবককে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। আটককৃত সাগর মঠবাড়িয়ায় পৌর শহরের শাম্মী বিউটি পার্লারের স্বত্তাধীকারি শাম্মী আক্তারের ছেলে।

 

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে আসা-যাবার পথে সানজিম আলম সাগর নিয়মিত কুপ্রস্তাব, বিয়ের প্রস্তাবসহ উত্যক্ত করে আসছিলে। গত মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাবার সময় সাগর ও অজ্ঞাত ২/৩ ব্যক্তি জোর করে মোটর সাইকেলে উঠিয়ে মানিকগঞ্জ শহরে নিয়ে যায়। সেখান বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণ করে।

 

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ওই স্কুলছাত্রী মা বাদি হয়ে মঠবাড়িয়া থানায় অপহরণের অভিযোগ এনে সানজিম আলম সাগর ও অজ্ঞাত ২/৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

 

তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্থান সনাক্ত করে শিবালয় থানা পুলিশের সহযোগিতায় মানিকগঞ্জ শহরের একটি বাসা থেকে সাগরকে গ্রেপ্তার ও স্কুল ছাত্রীকে উদ্ধার করে সোমবার (১৮ অক্টোবর ) মঠবাড়িয়া থানায় আনা হয়। গ্রেপ্তারকৃত সাগরকে ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত সাগরকে করাগারে প্রেরণের নির্দেশ দেন ।