পিরোজপুর

মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

By admin

March 03, 2022

 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শৌলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন হালদারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে‌।

 

বৃহস্পতিবার সকালে ওই শিক্ষকের অপসারণ দাবিতে বিদ্যালয় সম্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য বাবলু আকন, আলী হোসেন গাজী, সুমন আকন, হরিপদ দাড়িয়া, হেলাল জমাদ্দার, জসিম হাওলাদার, বীরেন ওঝা, লাবিন হাওলাদার প্রমুখ।

 

বক্তারা ওই শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিদ্যুৎ বিলের নামে টাকা আত্মসাৎ, অতিরিক্ত ফি আদায় সহ নানা অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন।

 

এব্যাপারে অভিযুক্ত শৌলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন হালদারের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বলেন, অভিযোগের বিষয়গুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।