বরিশাল

ভ্যান চালককে ক্ষুর দিয়ে আঘাত, আগৈলঝাড়ায় নরসুন্দর গ্রেপ্তার

By admin

November 06, 2021

 

বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যান চালককে ক্ষুর দিয়ে পুঁচিয়ে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার তালের বাজারের সেলুন ব্যবসায়ী নরসুন্দর ভাস্কর শীলের দোকানের বেড়ার সাথে চাপাচুপা গ্রামের নগেন বিশ্বাসের ছেলে ভ্যান চালক রনজিত বিশ্বাস (৩৫) এর ভ্যানের ধাক্কা লাগে।

 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, দোকানের বেড়ার সাথে ধাক্কা লাগার ঘটনায় ভ্যান চালক রনজিতের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় ভাস্কর শীল। বাকবিতন্ডার এক পর্যায়ে নরসুন্দর ভাস্কর শীলের হাতে থাকা ক্ষুর দিয়ে গলায় ও পেটে পুঁচিয়ে গুরুতর আহত করে রনজিতকে।

 

এসময় স্থানীয়রা অভিযুক্ত নরসুন্দর ভাস্কর শীলকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে ভাস্কও শীলকে আটক করে। শুক্রবার রাতে রনজিতের স্ত্রী অনিমা বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করলে ওই মামলায় ভাস্কর শীলকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।