ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোালার চরফ্যাশানে স্কুল চলাকালীন কোমলমতি শিশুদের স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচনী মিছিলে অংশ নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের দফতরির বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩৪ নম্বর উত্তর পূর্ব ফ্যাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত দফতরির নাম নুরুন্নবী জুলহাস। তিনি ৩৪ নম্বর উত্তর পূর্ব ফ্যাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে নুরুন্নবী জুলহাসের স্ত্রী মহিলা মেম্বার পদে নির্বাচন করছেন। যার কারণে দফতরির নেতৃত্বেই কোমলমতি শিশুদের দিয়ে স্কুল চলাকালীন চকলেটের প্রলোভন দেখিয়ে আনারস মার্কা প্রতীকের পাশাপাশি নিজের স্ত্রীর পক্ষে মিছিল করতে বাধ্য করেছেন।
ইতোমধ্যে ওই মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
এ ব্যাপারে দফতরি নুরুন্নবী বলেন, ‘আমি কাউকে মিছিলে যেতে বলিনি। কোমলমতি শিশুরা মিছিল দেখে সেখানে গিয়ে হাজির হয়। আমার স্ত্রী সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা আমার বিরুদ্ধ মিথ্যা অভিযোগ তুলেছে।’
এদিকে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে স্কুল চলাকালীন সময়ে নির্বাচনের মিছিলের ঘটনায় ওই এলাকায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুর রহমানের বক্তব্য নেয়ার চেষ্টা করা হয়ে করা ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক