বরিশাল বিভাগ

ভোলায় ৮ কোটি মূল্যের বিদেশি শাড়িসহ আটক ৫

By admin

November 23, 2021

 

ভোলায় ৮ কোটি টাকা মূল্যের বিদেশি চোরাই শাড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে ৫ চোরাকারবারিকে আটক করেছে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেসরিলিজের মাধ্যমে জানানো হয়, গত রোববার (২১ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর তুলাতুলি লঞ্চ ঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই শাড়িসহ ৫ জনকে আটক করে তারা।

 

জানা যানা, শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় আট কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি ১৫ হাজার ৩৬৭ পিস শাড়ি, এক হাজার ২২ পিস থ্রি পিস, ৯৪৫ পিস লেহেঙ্গা, ৫ হাজার ৭৯২ পিস শাল, এবং ১ হাজার ৪০০ পিস ওড়নাসহ ৫ জন চোরা কারবারিকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- মো. নুর ইসলাম (৩৬), মো. আসাদুজ্জামান (৩৮), মো. রফিকুল ইসলাম (৩০), মো. শহীদ শেখ (৪০) ও মো. লিটন (৩৬)।

 

পরবর্তীতে আটককৃত চোরাকারবারি এবং জব্দকৃত কাপড়সমূহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয় বলে জানান তারা।