ভোলায় ২৫০ পিচ ইয়াবাসহ বাকেরগঞ্জের যুবক আটক

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২২

ভোলায় ২৫০ পিচ ইয়াবাসহ বাকেরগঞ্জের যুবক আটক
নিউজটি শেয়ার করুন

 

ভোলার বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সহ মোঃ মারুফ মোর্শেদ আকাশ (২৭) নামক এক মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। আটককৃত আসামি মোঃ মারুফ মোর্শেদ আকাশ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কালিগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের হারুন অর রশিদের ছেলে।

 

শনিবার (০৯ই এপ্রিল) বিকেলে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ এর সার্বিকতত্বাবধায়নে এসআই (নিঃ) মোঃ ফখরুল হাসান লিখন, সঙ্গীয় এএসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এএসআই(নিঃ) মোঃ ইলিয়াস, এএসআই(নিঃ) মোঃ আনিসুর রহমান বিশেষ অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানাধীন পৌরসভা ০৪নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ নেছার উদ্দিন এর বসত বাড়ীর দক্ষিন পাশে ভোলা-চরফ্যাশনগামী পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা।

 

এসময় তার কাছ থেকে ২৫০(দুইশত পঞ্চাশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

এ ব্যাপারে তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

রবিবার সকালে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির (বিপিএম)।

 


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ