বরিশাল বিভাগ

ভোলায় স্বামীর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু

By admin

March 10, 2021

 

ভোলা : ভোলায় স্বামীর বিদ্যূৎস্পৃষ্ট হওয়ার খবর শুনে তার স্ত্রীর হালিমা বেগমের (৪৫) স্ট্রোক করে মৃত্যু হয়েছে। বুধবার (১০ মার্চ) ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

হালিমার স্বামী সামসুদ্দিন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। তাদের ঘরে ৪টি সন্তান রয়েছে।

 

এলাকাবাসী জানান, বুধবার সকালে উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়াতি বাড়িতে সামসুদ্দিন তার বাড়ির পাশে একটি গাছে উঠে ডালপালা কাটতে যান। তখন হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

এদিকে স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার স্বামী সামসুদ্দিন এখন সুস্থ রয়েছেন।

 

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, এ বিষয়ি পুলিশকে কেউ জানায়নি, তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি। এদিকে মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।