ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২২
বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোলার লালমোহনে সুপারি বাগানে নিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে অটোচালক। বুধবার বিকালে লালমোহন কালমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বৃহস্পতিবার লালমোহন থানায় মামলা করেছেন। পুলিশ শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছে অভিযুক্ত অটোচালক একই বাড়ির কবির পণ্ডিতের ছেলে শাকিল পলাতক রয়েছে।
শিশুর মা জানান, তার যমজ মেয়ে। এক মেয়ে বিকালে মাদ্রাসায় পড়তে যায়। অন্যজন বাকপ্রতিবন্ধী হওয়ায় বাড়িতে ছিল। বিকাল ৫টার দিকে শাকিল ১২ বছর বয়সী ওই শিশু মেয়েটিকে কৌশলে বাড়ির পাশে সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে। শিশুর মা মেয়েকে খুঁজতে গিয়ে বাগানে এ ঘটনা দেখে ফেলেন। এ সময় শাকিল দৌড়ে পালিয়ে যায়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। শিশুটিকে ভোলা সদর হাসপাতাল থেকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তার জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। আসামি ধরার অভিযান চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক