বরিশাল বিভাগ

ভোলায় শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

By admin

October 13, 2020

 

ভোলা : ভোলা সদর উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নাছিম (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভোলা সদর থানা পুলিশ নাছিমের বাড়ি থেকে তাকে আটক করে। এ ঘটনায় নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে ভোলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

 

আটক নাছিম সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য বাঘমারা গ্রামের আব্দুর রবের ছেলে।

 

মামলার এজহারে শিশুর মা উল্লেখ করেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সে চার বছরের কন্যা শিশুকে ঘরের ভিতরে রেখে রান্না করতে যায়। এসময় তাদের পাশের প্রতিবেশি আব্দুর রবের ছেলে নাছিম ঘরে এসে তার শিশুকে ধর্ষণের চেষ্টা করে। পরে তিনি রান্না শেষ করে ঘরে গেলে নাছিম ঘর থেকে বের হয়ে চলে যায়। এ অবস্থায় তার শিশু কন্যা তাকে নাছিমের বিষয়টি খুলে বলে। পরে সে ভোলা থানায় এসে নাছিমের বিরুদ্ধে মামলা করেন।

 

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, শিশুটির মায়ের মামলা ও শিশুর জবানবন্দির আলোকে অভিযুক্ত নাছিমকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।