বরিশাল বিভাগ

ভোলায় শাহগাজী জামে মসজিদ ভিত্তি প্রস্ত উদ্ভোধন

By admin

July 25, 2023

 

এ.এইচ রিপন’ ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় শাহগাজী জামে মসজিদের ভিত্তি প্রস্ত উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় জমিদাতা মরহুম মোঃ শাহগাজীর ছেলে সমাজ সেবক আহমেদ উল্ল্যাহ সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ খালেক মাস্টার, পূর্ব চর উমেদ আহমেদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ অলি উল্ল্যাহ , উত্তর প্যায়ারীমোহন বিভিন্ন ব্যক্তি বর্গ ।

 

 

জানা যায় দীর্ঘ দিন ধরে উত্তর প্যায়ারীমোহন দুই কিলোমিটার এর মধ্য কোনো জামে মসজিদ না থাকায় এই উদ্বোগ গ্রহন করেন এই সমাজ সেবক মরহুম শাহগাজীর ছেলে আহমেদ উল্যাহ।

 

 

তিনি জানান উত্তর প্যায়ারীমোহন বায়তুন নূর জামে মসজিদ প্রতিষ্ঠা করবো তাই আজ জমি সীমানা নির্ধারন ও ভিত্তি প্রস্থ উদ্বোধন করি। সুন্দর সমাজ গড়তে হলে মসজিদ মাদ্রাসা্র বিকল্প নাই ।