ভোলায় মাস্ক না পরায় ৬৫ জনের জরিমানা

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১

ভোলায় মাস্ক না পরায় ৬৫ জনের জরিমানা
নিউজটি শেয়ার করুন

 

ভোলা: মুখে মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভোলায় চার উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ জনকে ১৩ হাজার ১৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অভিযানে এ জরিমান আদায় করা হয়।

 

এ নিয়ে গত চারদিনে জেলায় ৪৭৫ জনকে জরিমানা করা হলো।

 

চার উপজেলার মধ্যে ভোলা সদরে ৫১ জনকে আট হাজার ৯৫০ টাকা, দৌতখানে আট জনকে এক হাজার ৯শ’ টাকা, তজুমদ্দিনে তিন জনকে ৮শ’ টাকা ও বোরহানউদ্দিনে তিন জনকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান এ তথ্য  নিশ্চিত করেন।

 

তিনি জানান, করোনা মহামারি রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করাসহ মাস্ক বিতরণও করা হয়েছে।

 


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ