ভোলায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩

ভোলায় মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোলায় বিদ্যুৎ সংযোগ দিয়ে পুকুরে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোস্তফা কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

 

 

নিহত মোস্তফা কামাল জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. সিরাজ মিয়ার ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালের দিকে মোস্তফা নুরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন পুকুরে বিদ্যুতের লাইন টেনে মাছ শিকার করছিলেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

 

 

দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ