ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
ভোলায় এক ব্যবসায়ী ও তাঁর কর্মচারীর উপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ জানুয়ারি) রাতে সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের রাস্তার মাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হামলায় আহত একই উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট বাজারের ডেকোরেটর ব্যবসায়ি মো. আলাউদ্দিন (৩৫) মোড়াদার ও তাঁর কর্মচারী মো. জিসান (২০) ভোলা সদর হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আহত আলাউদ্দিন অভিযোগ করে জানান, শনিবার রাত ৮টার দিকে ব্যবসায়িক লেনদেনের উদ্দেশ্যে তাঁর কর্মচারী জিসানসহ পার্শ্ববর্তী রাস্তার মাথা বাজারে যান তিনি।
বাজারের একটি চায়ের দোকানে চা পান করা অবস্থায় ওই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মো. নাছির, আব্দুল গনি, নাছিরের ছেলে মো. হাসানসহ আরও ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাকে ও তাঁর কর্মচারীকে টেনেহিঁচড়ে নিয়ে একটি বাগানের মধ্যে ব্যাপক বেধড়ক মারধর করেন।
পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এবিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি। নাছির ও হাসানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনাটি তিনি মৌখিকভাবে শুনেছেন। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক