ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫
ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় নির্মাণাধীন বেড়িবাঁধের নিচে চাপা পড়া অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ভারি বৃষ্টির কারণে বেড়িবাঁধের নিচের বালি সরে গিয়ে সৃষ্টি হওয়া খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
শুক্রবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের মৎস্য ঘাট সংলগ্ন বেড়িবাঁধের বালির নিচে চাপা অবস্থায় ওমর নামের ৮ বছরের ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের মাছঘাট এলাকায় বিকালে নির্মাণাধীন বেড়িবাঁধের ওপর দর্শনার্থীরা ঘুরতে গেলে বালির নিচে চাপাপড়া অবস্থায় শিশুটির পা দেখতে পান। পরে স্থানীয়রা এসে বালি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। শিশুটি স্থানীয় কুলাগাজীর তালুক গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা মনির হোসেনের ছেলে বলে জানা যায়। সে কুলাগাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, ওমরের মা-বাবা কয়েকদিন আগে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃদ্ধ দাদার সাহায্যার্থে ওমরকে তারা দাদাবাড়িতে রেখে যান। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় শক্তির কারণে নৌ যোগাযোগ বন্ধ থাকায় তার মা-বাবার তজুমদ্দিন থেকে আসতে বিলম্ব হয়।
স্কুলছাত্র ওমরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা সদস্যরা আহাজারি করছেন।
খবর পেয়ে ওমরের বাড়িতে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা। এ ছাড়া মনপুরা থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে।
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসান কবির জানান, স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। সুরতহাল রিপোর্ট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক