বরিশাল বিভাগ

ভোলায় বৃদ্ধের আন্ডারওয়্যারে পৌনে ৬ হাজার ইয়াবা

By admin

June 08, 2023

 

নবকন্ঠ ডেস্ক, বরিশাল: ভোলায় মো. আমির হোসেন নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের আন্ডারওয়্যার থেকে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এসব ইয়াবা তিনি চট্টগ্রাম থেকে কিনে ভোলার চরফ্যাশন উপজেলায় বিক্রির জন্য নিয়ে আসছিলেন।

 

 

বুধবার (৭ জুন) সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে আটক করে।

 

 

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

আটককৃত আমির হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৭ নং কারপাড়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে।

 

 

ওসি জানান, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে গ্রেফতার করে। তার পরিহিত আন্ডারওয়্যারের মধ্যেই ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা বহন করেছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে। তিনি একজন মাদক কারবারি।