বরিশাল বিভাগ

ভোলায় বাস চাপায় অটোরিকসার তিন যাত্রী নিহত

By admin

May 27, 2021

 

ভোলায় বাসচাপায় দুই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ঘূইংগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

 

ঘটনার পরপরই বিক্ষুদ্ধ জনতা ভোলা-চরফ্যাসন সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

নিহতরা হলেন আজিজ (৩০), সোহাগ (৩৫) ও সিরাজ (২৫)। তারা সদর উপজেলার কমরদ্দি ও উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনকে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাসনগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা দু’টি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই অটোরিকশার তিন যাত্রী।

 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে তার আগেই চালক পালিয়েছেন।