ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১
ভোলায় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় চাঁদার নগদ টাকাসহ দুই চাঁদাবাজকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।
রোববার (১৭ অক্টোবর) বিকেল চারটার দিকে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট মেঘনা নদী থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুই চাঁদাবাজ হলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের নাজির আহম্মেদ এর ছেলে মো. জামান (৩৫) ও শফিকুল ইসলাম এর ছেলে মো. কামরুল (৩০)। আটক করার সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার নয়শো টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান জানান, ভোলার মেঘনা নদীতে চলাচল করা বাল্কহেড থেকে একটি চাঁদাবাজ দল স্পিডবোট দিয়ে নদীর মাঝপথ থেকে বাল্কহেড থেকে নিয়মিত চাঁদাবাজি করছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক