ভোলায় বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

ভোলায় বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোলায় বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে মো. মেহেদী হাসান ডালিম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক বন্ধু সালাউদ্দিন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা-দৌলতখান আঞ্চলিক সড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

ডালিম জেলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। তিনি বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। আহত সালাউদ্দিন সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত ডালিম ও সালাউদ্দিন বন্ধু ছিল।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শেখ ফরিদ উদ্দিন।

 

 

তিনি বলেন, বন্ধু সালাউদ্দিনের মোটরসাইকেল নিয়ে বাংলাবাজার থেকে দৌলতখানের উদ্দেশ্যে যাচ্ছিলেন ডালিম। ডালিমের পিছনে বসা ছিলেন সালাউদ্দিন। মোটরসাইকেলটির বেপরোয়া গতি থাকায় গোডাউন এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ডালিম ও সালাউদ্দিন।

 

 

এ সময় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটিও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান ডালিম।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ