বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও দুটি বলগেটসহ ১৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরের দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে থেকে ড্রেজার ও বলগেটসহ তাদের আটক করা হয়। আটকরা সবাই লক্ষ্মীপুর ও যশোর জেলার বাসিন্দা।
গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এসময় ভোলার ইলিশার মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বলগেটে ভর্তি করার সময় একটি ড্রেজার ও দুটি বলগেটসহ জড়িত ১৬ জনকে আটক করা হয়।
জব্দ করা ড্রেজার, বলগেট ও আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।