- ভোলা : ভোলা সদর উপজেলায় ২ কেজি গাঁজাসহ মো.ফজলুল করিম সুজন(২২) নামের এক আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫ টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.ফজললু করিম সুজন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কুমার ডোগা গ্রামের আবুল কালামের ছেলে।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচাজ(ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা কালুপুর চটের মাথা লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাধ এলাকায় থেকে মোঃ ফজলুল করিম সুজন নামে এক যুবককে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।