বরিশাল বিভাগ

ভোলায় ড্রাম নামাতে গিয়ে ভ্যান উল্টে শ্রমিক নিহত

By admin

January 16, 2021

 

ভোলা : ভোলায় তেলের ড্রাম নামাতে গিয়ে ভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন।

 

শুক্রবার রাতে দৌলতখান পৌরসভার ৬ নং ওয়ার্ডে স্লুইজঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শ্রমিকের নাম মো. আবু বক্কর সিদ্দিক (২৫)। তিনি ভোলার দৌলতখান পৌরসভার ৬ নং ওয়ার্ডের স্লুইজঘাট এলাকার নুর ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানান, রাতে দৌলতখান পৌরসভার ৬নং ওয়ার্ডে স্লুইজঘাট এলাকায় আবদুল হাকিমের চোরাই তেলের ড্রাম ভ্যানে উঠাচ্ছিলেন সিদ্দিক। এসময় ভ্যান উল্টে মাথায় ও শরীরে আঘাত পেয়ে আহত হন তিনি।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আবদুল হাকিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওই চোরাই তেলের ব্যবসা অনেক দিন আগে ছেড়ে দিয়েছি। বর্তমানে আমি পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছি।

 

তিনি আরও জানান, আমি কাউন্সিলর নির্বাচন করায় প্রতিপক্ষ প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।

 

দৌলতখান থানার ওসি মো. বজলার রহমান বলেন, ওই তেলের ড্রাম আবদুল হাকিমের বলে আমরা শুনেছি। নিহতের পরিবার থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেয়ে আমরা আইনি ব্যবস্থা নেব।