বরিশাল বিভাগ

ভোলায় চোরাই সয়াবিন তেলসহ আটক ১

By admin

March 02, 2022

 

ভোলা প্রতিনিধি: ভোলায় ৩২ ব্যারেল চোরাই সয়াবিন (অপরিশুদ্ধ) তেল জব্দ ও মো. ফরহাদ হোসেন (২৩) নামে এক কাভার্ড ভ্যানচালককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

 

গত মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ ও তাকে আটক করা হয়।

 

জব্দ সয়াবিন তেল ও আটক চালকের বিরুদ্ধে ভোলা মডেল থানা মামলা দায়ের করা হয়েছে।

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জন এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ভোলার দৌলতখান থেকে ইলিশা ফেরিঘাটে আসা একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় চালককে আটক করা হয়।