ঢাকা ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২২
ভোলায় বিএনপির ডাকা হরতাল চলছে। বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।
রিক্সা, অটোরিক্সাসহ চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোলা শহরজুড়ে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। তবে সড়কে পিকেটিং দেখা যায়নি, জেলা বিএনপি কার্যালয়ের সামনে অল্পসংখ্যক নেতাকর্মীর অবস্থান লক্ষ করা গেছে।
সকাল থেকে ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল ১০টায় এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় লাইফ সার্পোটে থাকা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের মৃত্যুর পর বৃহস্পতিবার সকাল-সন্ধা হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক