ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২১
ভোলায় গাছের চাপা পড়ে আবু তাহের (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আবু তাহের ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর ছকিনা গ্রামের ফরাজী বাজার পাটোয়ারী বাড়ির গফুর আলী পাটোয়ারীর ছেলে।
স্থানীয়রা জানান, লালমোহনের কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরসকিনা গ্ৰামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা কৃষক আবু তাহের রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে টয়েলেটে যাচ্ছিলেন। এ সময় ঝড়ের তীব্র বাতাসে ঘরের পাশে থাকা একটি সৃষ্টি (রেন্ট্রি) গাছ ভেঙে তার গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক