ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২২
ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়ায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে রাহুল হাওলাদার (২৪) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।
রাহুল ওই পাড়ার মৃত পিন্টু হাওলাদারের ছেলে। সে ঢাকার নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, দীর্ঘদিন ধরে মানসিকরোগে ভুগছিলেন রাহুল। বিভিন্ন সময়ে তার চিকিৎসা করিয়েছিলে তার পরিবার। শুক্রবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাহুল। তবে আত্মহত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক