বরিশাল বিভাগ

ভোলায় কাউন্সিলরের মারপিটে রিক্সা চালকের মৃত্যু

By admin

August 29, 2021

 

লালমোহনে রিক্সা চুরির অভিযোগে সালিশ বৈঠকে কাউন্সিলরের মারপিটে হোসেন নামে এক রিক্সা চালক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার সন্ধ্যার পর পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবির রিক্সা চুরির বিচার করার সময় অতিরিক্ত মারপিটে হোসেন নিহত হয়েছে বলেও দাবি পরিবারের।

 

নিহতের মা ও পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, পৌর ০৮ নং ওয়ার্ড শেখের দোকান যুবন আলী হাং বাড়ির রফিকের ছেলে হোসেন এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

 

সম্প্রতি হোসেনের বিরুদ্ধে রিক্সা চুরি করে বিক্রির অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় কাউন্সিলর সাইফুল কবিরের অফিসে সালিশ বৈঠকের ব্যবস্থা করা হয়।

 

সালিশ বৈঠকে উপস্থিত হওয়ার সাথে সাথে দালাল বাড়ির আকতার কোন কিছু বুজে উঠার আগেই হোসেনকে মারধর করেন।

 

পরে সালিশ বৈঠকে প্রথমত হোসেনের মাকে তার ছেলের বিচার করতে বললে সে ছেলেকে ২/৩ টি বাড়ি দেয়।

 

কিন্তু হোসেনের মায়ের সে বিচার মনভূত না হলে কাউন্সিলর সাইফুল কবির নিজে লাঠি দিয়ে হোসেনকে বেধম মারপিট করে।

 

অতিরিক্ত মারপিটে হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় কয়েকজন তাৎক্ষনিক হোসেনের হাতে রক্ত চলাচল সচল নেই এবং মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

 

ঘটনার পরপরই সাইফুল কবিরসহ ঘটনার সাথে জড়িতরা আত্মগোপন করেন বলে অভিযোগ করেন হোসেনের মা। অসহায় হোসেনের মা তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন।

 

পরে থানা পুলিশ গিয়ে নিহত হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলায় প্রেরন করেন।

 

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।