ভোলায় ওজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

ভোলার দৌলতখানে ওজু করতে গিয়ে মোফাজ্জল হোসেন বেপারী (৯৫) নামে এক বৃদ্ধ পুকুরে ডুবে মারা গেছেন। মঙ্গলবার রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

মোফাজ্জল হোসেন উপজেলার চরখলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আকরাম আলী বেপারীর ছেলে।

 

মৃতের স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে এশার নামাজ পড়ার জন্য বৃদ্ধ মোফাজ্জল বাড়ির সামনের মসজিদের পুকুরে অজু করতে যান। রাত ১০টা নাগাদ ঘরে না ফেরায় স্বজনরা বৃদ্ধকে খোঁজ করতে থাকেন। রাত পৌনে ১১টায় বাড়ির সামনের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

 

দৌলতখান থানার ওসি বজলার রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মৃতের স্বজনদের আবেদনের ভিত্তিতে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ