ভোলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

ভোলায় সাদনাম অর্ণব (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকালে ভোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোনালিসা গলির একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

অর্ণব মো. আসাদুজ্জামানের ছেলে এবং ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

নিহতের মা আয়েশা জেরিন জানান, তিনি দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে তার বোনের বাড়িতে থাকেন। রোববার রাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। পরে ভোরে তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন।

 

ওই সময় রান্নাঘরের দরজা বন্ধ দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় জানালা ভেঙে দেখেন তার ছেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর তিনি পুলিশে খবর দেন।

 

তিনি আরও জানান, তার এবং তার স্বামীর সম্পর্কের বিষয় নিয়ে ছেলে বেশ কয়েক মাস ধরে হতাশাগ্রস্ত ছিলো। মাঝে মাঝে ছেলে বলতো সে আত্মহত্যা করবে। হয়তো এ কারণে সে আত্মহত্যা করেছে।

 

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত চলছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ