বরিশাল বিভাগ

ভোলায় ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের জরিমানা

By admin

March 08, 2022

 

ভোলা: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ এ জেল-জরিমানা করেন। এদের মধ্যে ১১ জনের ২৬ হাজার টাকা জরিমানা এবং ১৩ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে ৮ দিনে ২২৩ জনকে জেল-জরিমানা করা হলো।

 

মৎস্যবিভাগ জানিয়েছে, সকালে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম দৌলতখানের মেঘনায় অভিযানে নামে। এ সময় অভিযান দলটি মেঘনার মেদুয়া, মদনপুর ও মাঝিরহাটসহ বিভিন্ন পয়েন্ট থেকে ২৯ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত ১১ জনকে জরিমানা এবং ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

ইলিশের অভয়াশ্রমে মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।