ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২
ভোলা: অবৈধভাবে মজুদের দায়ে ভোলায় একটি দোকান থেকে ৯৪ বস্তা ধান ও গমের বীজ জব্দ করেছে পুলিশ। এ সময় মানিক নামে এক কীটনাশক ব্যবসায়ীকে আটকও করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে এ ধান-গম জব্দসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলা শহরের নতুন বাজারের মানিক ট্রেডার্স নামে একটি দোকানে অভিযান চালানো হয়। সে সময় দোকানে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৯৪ বস্তা ধান ও গমের বীজসহ দোকান মালিককে আটক করা হয়। জব্দ বীজের মধ্যে ৬৯ বস্তা গমের বীজ ও ১৭ বস্তা ধানের বীজ।
এ ঘটনায় রাতেই ভোলা সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, বিএডিসির এ সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির কথা থাকলেও অবৈধভাবে মজুদ করেছিলেন ওই ব্যবসায়ী।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক