ভোলায় `অতিরিক্ত ঘুমের ওষুধ’ সেবনে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

ভোলায় `অতিরিক্ত ঘুমের ওষুধ’ সেবনে গৃহবধূর মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: ভোলা সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন। মৃত নাজমা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর নিরব হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী।

 

 

নাজমার চাচাতো বোন সুবর্ণা আক্তার জানান, ৩-৪ বছর ধরে নাজমা মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন-যাপন করছে। তার মাথায় মানসিক সমস্যা ছিল। ভোলা বরিশাল ও ঢাকায় তাকে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তারের দেয়া ঔষধ (ঘুমের ওষধও ছিল) সে নিয়মিত সেবন করতো। সোমবার সকালে তার প্রচণ্ড মাথা ব্যথা হয়।

 

 

কোনো উপায়ন্তর না পেয়ে খালি পেটে সে ‘অতিরিক্ত ঘুমের ওষৃধ’ সেবন করে অসচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ