ঢাকা ৩০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫
ভোলায় সাপের কামড়ে মো. ইউনুস ব্যাপারী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) রাতে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইউনুস ব্যাপারী ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ার হাট গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার রাতে মনপুরায় বসতঘর থেকে বের হওয়ার সময় জুতা পরতে গেলে ইউনুস ব্যাপারীকে একটি বিষধর সাপ কামড় দেয়। ওই সময় তার ছেলেকে ডাকলে ছেলে এসে সাপটি দেখতে পান। এরপর সাপটিকে মেরে সাপসহ ইউনুস ব্যাপারীকে নিয়ে রাত প্রায় ১০টার দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন তার স্বজনরা। পরে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনুস ব্যাপারী।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক