বরিশাল বিভাগ

ভোলায় কারেন্ট জালসহ ১৪ জেলে আটক

By admin

March 23, 2021

 

ভোলা : ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরায় পাঁচ হাজার মিটার কারেন্ট জালসহ ১৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার (২৩ মার্চ) জেলার ইলিশা এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু আব্দুল্লাহ খান প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, ‘এ সময় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।’

 

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা নদীর ১৯০ কিলোমিটার অংশে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এছাড়াও মাছ বিক্রি, মজুদ, বাজার জাত ও পরিবহনের উপরও রয়েছে নিষেধাজ্ঞা।