ভোলা প্রতিনিধিঃ ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গোপাল দে (৬৪) নামে এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মহাজনপট্টি দড়গা রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রাণ গোপাল দে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে তিনি ঢাকার যাওয়ার উদ্দেশ্যে ভোলা পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের খালপাড় রোডের নিজ বাসা থেকে পায়ে হেটে বের হয়। পরে দড়গা রোডের কাছাকাছি গেলে পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, লাশ ভোলা সদর হাসপাতালে রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।