ভেজাল ছানা রাখায় ভোলায় ‘খাঁটি দধি ভাণ্ডারকে’ জরিমানা

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

ভেজাল ছানা রাখায় ভোলায় ‘খাঁটি দধি ভাণ্ডারকে’ জরিমানা
নিউজটি শেয়ার করুন

 

ভোলা : ভোলা সদর রোডের ঘোষপট্রি এলাকায় ভেজাল ছানা রাখায় খাঁটি দধি ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) আকিব ওসমান ও ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আবু আবদুল্লাহ খান এই অভিযান পরিচালন করেন।

 

জানা যায় যে, দীর্ঘদিন ধরে সদর রোডের ঘোষপট্রি এলাকায় ‘খাঁটি দধি ভাণ্ডার’ এর মালিক বাসু দেব ঘোষ সাতক্ষীরা থেকে ভেজাল ছানা কম মূল্যে ক্রয় করে মিষ্টি তৈরি করে উচ্চ মূল্য বিক্রি করে আসছে। এছাড়া তারা দীর্ঘদিন ধরে নিন্ম মানের ছানা এনে ভোলার বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিলো। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা।

 

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ