জাতীয়

ভাষা আন্দোলনের কারণে বঙ্গবন্ধু জেলে ছিলেন: প্রধানমন্ত্রী

By admin

February 21, 2021

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্টে হত্যা করা হয়েছিল ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে। ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে তিনি জেলে ছিলেন।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট কতৃক আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, একটি জাতির পরিচয় হলো ওই দেশের ভাষা। তাই আমরা বিশ্ব দরবারে সম্মানিত। জাতির পিতা সর্বদা মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে গেছেন। মাতৃভাষা প্রতিষ্ঠা করতে গিয়ে জাতির পিতা মুক্তির স্বপ্ন দেখেছিলেন।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, মাতৃভাষা সংরক্ষণ, বিকাশ, পুনরুজ্জীবন, চর্চা, প্রচার-প্রসারে অবদানের জন্য জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামসহ তিন ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের কাছে প্রথমবারের মতো তুলে দেওয়া হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’।

 

আন্তজার্তিক যোগাযোগের মাধ্যম যেমন গুরুত্ব দিতে হবে তেমনি মাতৃভাষাকাকেও গুরুত্ব দিতে হবে। একটি কুচক্রীমহল ইতিহাস থেকেই জাতির পিতাকে মুছে ফেলতে চেষ্টা করছে। শুধু বাংলা নয় বিশ্বের হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণকে গুরুত্ব দিয়েই সরকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউকে আধুনিক ও যুগোপযোগী করা হচ্ছে। মহামারি করোনা ভাইরাসের সকল প্রতিবন্ধকতা দূর করে দেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে।