এক বছরে ভারতে ৪৩ হাজার কৃষক ও দিনমজুরের আত্মহত্যা: এনসিআরবি

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

নিউজটি শেয়ার করুন

ভারতে গত বছর প্রায় ৪৩ হাজার কৃষক ও দিনমজুর আত্মহত্যা করেছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) এ তথ্য জানিয়েছে।

 

এনসিআরবি’র তথ্য মতে, ২০১৯ সালে ভারতে মোট ১০ হাজার ২৮১ জন কৃষক ও ৩২ হাজার ৫৬৩ জন দিনমজুর আত্মহত্যা করেছেন, যা পূর্ববর্তী বছরের চেয়ে ছয় শতাংশ বেশি।

 

২০১৮ সালে দেশটিতে ১০ হাজার ৩৫৭ জন কৃষক ও ৩০ হাজার ১৩২ জন দিনমজুর আত্মহত্যা করেছিলেন।

 

গত এক বছরে দেশটির মোট আত্মহত্যার ঘটনার ৭ দশমিক ৪ শতাংশই হল কৃষকদের আত্মহত্যা। কৃষি ক্ষেত্রে আত্মহত্যায় শীর্ষ রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা।

 

প্রতিবেদনের তথ্যানুযায়ী, আত্মহত্যার পথ বেঁছে নেয়া কৃষকদের ২৩ দশমিক ৩ শতাংশ দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আর ৩ দশমিক ৭ শতাংশ কৃষক স্নাতক পাস।

 

২০১৯ সালে সমগ্র ভারতে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন আত্মহত্যা করেছেন। ২০১৮ সালে আত্মহত্যা করেছিলেন ১ লাখ ৩৪ হাজার ৫১৬ জন।

 

সবচেয়ে বেশি ঘটেছে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা। ৫৩ দশমিক ৬ শতাংশ মানুষ গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বিষ খেয়ে আত্মহত্যা করেছেন ২৫ দশমিক ৮ শতাংশ মানুষ। আর পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৫ দশমিক ২ শতাংশ মানুষ।

 

আত্মহত্যার কারণ হিসেবে সবার ওপরে রয়েছে পারিবারিক অশান্তি। পরিসংখ্যান বলছে, মোট আত্মহত্যার সিংহভাগই (৩২ দশমিক ৪ শতাংশ) পারিবারিক বিবাদের কারণে ঘটেছে। শুধুমাত্র বৈবাহিক জীবনের অশান্তি থেকে রেহাই পেতে আত্মহত্যা করেছেন ৫ দশমিক ৫ শতাংশ মানুষ। এছাড়া রোগের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি চেয়ে আত্মহত্যা করেছেন ১৭ দশমিক ১ শতাংশ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ