ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
পিরোজপুরের ভান্ডারিয়ায় অবৈধ, লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) লাইসেন্সসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভিশন নামের ১টি চক্ষু হাসপাতাল কে ৫০ হাজার টাকা জরিমানা এবং সিলগালা করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ ও চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করছে এমন চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল ইসলামি ভিশন চক্ষু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বন্ধ করে দেওয়া হয়। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টি.এইচ.এ) ডাঃ কামাল হোসেন মুফতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ কামাল হোসেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক