ঢাকা ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২
নবকন্ঠ ডেস্ক, বরিশোল:: পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভায় প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের উপ সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে ভান্ডারিয়া উপজেলার সদর পৌরসভায় মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর মঠবাড়িয়া উপজেলার সদর পৌরসভায় প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. আজিজুল হক সেলিম মাতুব্বরকে।
ভান্ডারিয়া পৌরসভায় নিয়োগ পাওয়া নতুন প্রশাসক ফাইজুর রহমান খসরু জমাদ্দার ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। আর মঠবাড়িয়া পৌরসভার নতুন প্রশাসক আজিজুল হক সেলিম মাতব্বর মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে দ্রুত সময়ের ফাইজুর রহমান খসরু জোমাদ্দার ও আজিজুল হক সেলিম মাতুব্বরকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নতুন প্রশাসক নিয়োগ হওয়ার খবরে দুই উপজেলাতেই আনন্দের বন্যা বইছে। বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই খবরে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করছেন। ত্যাগী ও যোগ্য লোকদের প্রশাসক নিয়োগ দেওয়ায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামসহ সবাই প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলামের প্রতি।
nobokontho24/barishal
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক