ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধার বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধার বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত চিত্তরঞ্জন সিকদারের বাড়ীতে সোমবার গভীর রাতে দূর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।

 

ডাকাতদল এসময় প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল ও মূল্যবান কাগজপত্র লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

চিত্তরঞ্জন সিকদারের ছেলে স্কুল শিক্ষক চন্দ্র শেখর সিকদার সাংবাদিকদের জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ১০/১২ জনের মূখোশধারী একদল সশস্ত্র ডাকাত বাড়ীর পিছনের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে।

 

প্রথমে তাকে (চন্দ্র শেখর) বেঁধে ফেলে এবং ঘরের মালামাল তছনছ করে। এসময় ডাকাতদল প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ পচাত্তুর হাজার টাকা, মোবাইল সেট, বাবার মুক্তিযোদ্ধার সনদ, পাসপোর্ট, দলিলপত্রসহ মূল্যবান কাগজ পত্র নিয়ে গেছে। এসময় স্থানীয়রা টের পেয়ে রাস্তায় নেমে ডাকাত-ডাকাত বলে চিৎকারে ফাঁকা গুলি ছুড়ে ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।

 

ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম মাকসুদুর রহমান জানান, ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ