ভান্ডারিয়ায় মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২২

ভান্ডারিয়ায় মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
নিউজটি শেয়ার করুন

 

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় স্বপন ঢালী (৫৮) নামের এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বাড়ির অদূরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত স্বপন ঢালী উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ তারাবুনিয়া গ্রামের অবিনাশ ঢালীর ছেলে এবং দুই সন্তানের জনক।

 

এ বিষয়ে মৃত স্বপন ঢালীর স্ত্রী সান্ত্বনা রায় জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি ঘর থেকে বের হন। আজ বুধবার সকালে পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন আমাকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

 

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, পুকুর থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ