ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১
ভান্ডারিয়য়া বুধবার দুপুরে উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া গ্রামে শাহিনুর বেগম (৫০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে পশ্চিম পশারী বুনিয়া গ্রামের চায়ের দোকানী সালেক হাওলাদার এর স্ত্রী এবং সে ৩ সন্তানের জননী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলোহের জেরে ওই গৃহবধূ ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে ঘরের চৌকাটের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় তার স্বামী অন্য কক্ষে ঘুমে ছিল। পরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক